রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে তাল্লু স্পিনিং মিল সংলগ্ন সোহেল মিয়ার (২৫) মনোহারী ও চা দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করছে স্থানীয় একদল সন্ত্রাসী। মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ৮টায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ক্যাপ্টেন (অবঃ) মুজিবের ভাতিজা কলতাপাড়ার আতাউর রহমান ফারুকের (৪০) নেতৃত্বে উক্ত হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে। এব্যাপারে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দোকানের মালিক সোহেল মিয়া জানান, আসন্ন উপ নির্বাচনকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে ঘটনারদিন ফারুকের নেতৃত্বে ১৫/২০ জন আমার দোকানে ভাংচুর ও লুটপাট করে। এদিকে সাংবাদিকদের কাছে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন আতাউর রহমান ফারুক। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, দোকানে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।