গৌরীপুরে ট্রেন থেকে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০১৬, ৮:৩১ AM / ১৫৪
গৌরীপুরে ট্রেন থেকে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

18.08

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪ টায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু (পূর্ব) গামী নাসিরাবাদ মেইল ট্রেন থেকে দুই অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করে ভৈরব রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মোসলেম মিয়ার ছেলে রফিক (২৪) ও নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শুকনাকড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে সোনিয়া (২৪)। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাওসার আহাম্মেদ জানান, ওই ট্রেনটি ভৈরব স্টেশন ছাড়ার পর পথেমধ্যে উল্লেখিত দুই যুবক যুবতী ট্রেনের কয়েকজন যাত্রীকে খাদ্য সামগ্রীর সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় ট্রেনের কর্তব্যরত রেলওয়ে পুলিশ ঘটনাটি টের পেয়ে তাদেরকে আটক করে। পরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া ট্রেন যাত্রীদের তাদের পরিবারের লোকজনের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।