সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে ট্রেনের পরিচালকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য ট্রেনের পরিচালকের বগিতে উঠতে না দেয়ায় বুধবার বিকেলে ঝারিয়া ২৭৩ আপ লোকাল ট্রেনের পরিচালক আব্দুল্লাহ আল নোমান (২৮) উপর সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় বেশ কয়েকজন যুবক। এই ঘটনায় ওইদিন ঝারিয়া লাইনে প্রায় ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনার দিন রাতে ট্রেনের পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে ঘটনার সাথে জড়িত গৌরীপুর স্টেশনের পার্শ্ববর্তী নতুন বাজার এলাকার খালেক মিয়ার ছেলে পাপ্পু (২২) সহ ৬ জন ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান জানান, উক্ত সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।