গৌরীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের হাত পা বিচ্ছিন্ন


প্রকাশের সময় : জুলাই ১১, ২০১৬, ২:৪৩ PM / ৭৩
গৌরীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের হাত পা বিচ্ছিন্ন

trainমশিউর রহমান কাউসার: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট নামক স্থানে সোমবার দুপুর ১টায় ঝারিয়া স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার (৫০নং ডাউন) চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে হযরত আলী (২০) নামে যুবকের হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হযরত আলী ময়মনসিংহের ফুলপুর উপজেলার সুতারপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। সে রাজধানী ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতো। ঘটনার দিন ওই যুবক ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পূর্বধলা স্টেশন থেকে বলাকা ট্রেনের ছাদে উঠেছিল। প্রত্যÿদর্শীরা জানায় ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশন ছাড়ার পর গৌরীপুর উপজেলার কাউরাট এলাকায় আসতেই ট্রেনের ছাদে বসা হযরত আলী হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এসময় গাছের ডালে ধাক্কা খেয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে তার ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।