রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলা বিএনপি’র ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (৩০ মে) দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক, উপজেলা বিএনপি’র আহবায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন। উপজেলা বিএনপি’র উদ্যোগে পৌর শহরে ধান মহালে বিকেল ৩টায় উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোয়াছম উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন, যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি একেএম মোমেন খান কামাল, ময়মনসিংহের উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক সালাউদ্দিন বকুল,যুগ্ম সাধারন সম্পাদ নজরুল ইসলাম শেখ, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, যুগ্ন আহবায়ক আশরাফুল হক উজ্জল,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ, ময়মনসিংহ উঃ জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক ও উপজেলা তাতী দলের হায়দার আলী শাহীন, সাধারন সম্পাদক ও সদস্য উঃ জেলা তাঁতী দলের সদস্য মহিউদ্দিন তুষার, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আরিফ সেলিম আজাদ, গৌরীপুর সরকারী কলেজ শাখার সভাপতি শাহজাহান আকন্দ সুমন,সহ-সভাপতি আসাদ আল ফারুক, ছাত্রদল নেতা সাথিল পাঠান প্রমুখ।