বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
ওবায়দুর রহমান, গৌরীপুর : “উন্মুক্ত স্যানিটেশন মুক্ত করি, করোনাভাইরাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় এ উপলক্ষ্যে উপজেলা পরিষদে চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য হিসেবে র্যালি শেষে ছাত্র-ছাত্রীদেরকে হাত ধোঁয়ার পদ্ধতি শেখানো হয। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুখ আহাম্মেদ, সাংবাদিক আলী হায়দার রবিন প্রমুখ।