বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ নির্বাচনে সোমবার (১৮ জুলাই) ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই আসনে এমপি পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন আওয়ামীলীগ মনোনীত ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহামেদ (নৌকা), জাপা’র শামছুজ্জামান জামাল (লাঙ্গল), স্বতন্ত্র বিএনপি নেতা হাফেজ আজিজুল হক (মটরগাড়ী), ন্যাপ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল মতিন মাার (কুড়েঘর), ইসলামী ঐক্যজোটের নেতা আবু তাহের (মিনার)। উপজেলা আ’লীগ নেতা ইকবাল হোসেন জুয়েল জানান, গৌরীপুরে আ’লীগের মনোনীত এমপি প্রার্থীর পক্ষে দলীয় নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করছেন। নৌকার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। উপজেলা নির্বাচন অফিসার একেএম মূসা জানান গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২লাখ ২৬ হাজার ২শ ৩৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৮৭ টি। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ২২ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে তন্মধ্যে ১২ জন থাকবে অস্ত্রধারী। এছাড়াও প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। উল্লেখ্য গত ০২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়।