রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় পাবলিক হলে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধু ভুষন দাস, যুগ্ন সাধারন সম্পাদক ম, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, আব্দুল্লাহ আল জনি প্রমুখ ।