গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা


প্রকাশের সময় : জুলাই ২০, ২০১৬, ৮:১৫ AM / ৭৫
গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

20মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে র‌্যালী শেষে উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, রাবেয়া ইসলাম ডলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, সমবায় অফিসার সাহাদত হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফৌজিয়া বেগম, বিআরডিবি কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, শহিদুল ইসলাম অন্তর, খামারী যতিন্দ্র বর্মন, সাংবাদিক কমল সরকার প্রমুখ।