সোমবার, ২৯ মে ২০২৩, ১২:২২ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের চুরিকাঘাতে আহত হয়ে মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্র পলাশ আহাম্মেদ বাবু (১৪) নামে শিশু মৃত্যু বরন করেছে। নিহত শিশু ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়েনের নাপ্তের আলগী গ্রামের সবজি বিক্রেতা দেলোয়ার হোসেন দুলুর পুত্র। বাবু স্থানীয় সাকুয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল। এঘটনার সাথে জড়িতের সন্দেহে এলাকাবাসী দু’ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উল্লেখিত গ্রামের দেলুয়ার হোসেন দুলু’র সাথে একই বাড়ীর সাইফুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এই বিরোধের জেরে ৩ বছর পূর্বে এক গৃহবধূ খুনের ঘটনা ঘটেছিল। একই কারনে ঘটনারদিন মঙ্গলবার উভয়পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যায় বাবু নাপ্তের আলগী বাজার থেকে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে মারাতœক জখম করে। আহত বাবু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাাধীন অবস্থায় রাত টার দিকে মৃত্যু বরন করে। গৌরীপুর থানার এস আই মিজানুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় আবুল হাশেম (৫৫) ও আমিনুল (৩৮) নামে দুই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।