বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

গৌরীপুরে জমি দখলের পাঁয়তারা করায় মামলা দায়ের

index

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে গিধাউষা গ্রামে মৃত জাফর আলীর পুত্র জুয়েল মিয়ার জমি দখলের পাঁয়তারার অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে উল্লেখিত গ্রামে গিধাউষা মৌজায় বিআরএস ১৫২, ২২৯ খতিয়ানে ২৪২ ও ২৪৬ নং দাগের মধ্যে ৪ শতক জমি নিয়ে জুয়েল মিয়ার সাথে প্রতিবেশী শামছুদ্দিনের পুত্র উসমান (৩৫) গংদের বিরোধ চলে আসছে প্রায় ১ বছর ধরে। এনিয়ে পুলিশের উপস্থিতিতে এলাকায় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকটি দেন দরবার হলেও উক্ত জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা হয়নি। জুয়েল মিয়া জানান উল্লেখিত দুটি দাগে ৩৬ শতক জমিতে সে ও তার চাচা শরাফ উদ্দিন আহাম্মেদ পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ২৪৬ দাগে ১০ শতক জমি ১৯৭২ সনে হারেছিন্নেছার কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হন জুয়েলের পিতা মৃত জাফর আলী ও চাচা শরাফ উদ্দিন। সেসময় যার দখল বুঝিয়ে দেয়া হয়েছিল প্রস্থ-দক্ষিনে ৪৪ ফুট, উত্তরে-১৯ ফুট ও দৈর্ঘ্য-১৩৯ ফুট। এই পজিশনে উক্ত জমিতে ঘর উত্তোলন করে তারা প্রায় ৪৪ বছর ধরে বসবাস করে আসছে। উল্লেখ্য হারেছিন্নেছার আপন কোন ভাই বোন না থাকায় ২৪৬ দাগে ৫ শতক জমির ওয়ারিশান সূত্রে মালিক হন উসমানের পিতা শামছুদ্দিন। বর্তমানে শামছুদ্দিনের পুত্র ওসমান জোরপূর্বক জমি দখলের জন্য জুয়েল ও তার বড় ভাই রফিকের সেমি পাকা ঘর ভেঙ্গে দেয়ার চেষ্টা চালাচ্ছে। এলক্ষে উসমান মিথ্যা মামলা সহ বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে জুয়েলকে। এঘটনায় জুয়েল বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেটের আদালতে ১০/১০/১৬ ইং তারিখে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৭৩০/২০১৬ ইং। এব্যাপারে উসমান জানায় উল্লেখিত জমিতে জুয়েলের দখল রয়েছে কিন্তু দলিলে তাদের পজিশন উল্লেখ নেই।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman