রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (স্যাভ) ও ন্যাশনাল প্রেস সোসাইটি ( এনপিএস) এর যৌথ উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারাপদ চক্রবর্তী, এনপিএস ময়মনসিংহ জেলার সভাপতি ইয়াছমীন বেগম, স্যাভ এর গৌরীপুর প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম প্রমুখ।