গৌরীপুরে জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনিময়


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০১৬, ১০:৩৭ AM / ৯০
গৌরীপুরে জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনিময়

uno-16-11মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে মসজিদের ঈমাম, খতিব, শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, সানের নির্বাহী পরিচালক এইচ এম খায়রুল বাসার, ইসলামিক ফাইন্ডেশন গৌরীপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাইদুল ইসলাম প্রমুখ।