গৌরীপুর প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্যোগে রবিবার (২১ আগস্ট) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন, শোক র্যালি ও সমাবেশ হয়েছে। উপজেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, ময়মনসিংহ মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক তানজির আহামেদ রাজিব, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোবারক হোসেন সোহেল, ছাত্রলীগ ওয়াসিম আকরাম, আলী আসকর, জুয়েল রানা প্রমুখ।
আপনার মতামত লিখুন :