সোমবার, ২৯ মে ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহের গৌরীপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে রবিবার (১৪ আগস্ট) দুপুরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন হয়েছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। এসময় পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার ও সাধারন সম্পাদক উমর ফারুক স্বাধীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, ২নং গৌরীপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রুকুনোজ্জামান পল্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোবারক হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ মুক্তাদির শাহীন, মিজানুর রহমান মিজান, নাজিমুল ইসলাম শুভ, ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগ নেতা শওকত সারোয়ার জাহান, ফজলে রাব্বী চৌধুরী রুপু, সুজন চৌহান, জহিরুল ইসলাম, রেজাউল করিম, তৌফিক টিপু প্রমুখ।