রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন
ওবায়দুর রহমান, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বক্তব্য দেন সাপ্তাহিক গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, সাপ্তাহিক রাজ গৌরীপুরের সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সদস্য ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম প্রমুখ।