মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর ডৌহাখলা ইউনিয়ন পরিষদে ডেভেলপমেন্ট হুইল (ডিউ) এর উদ্যোগে বুধবার (৩০ নভেম্বর) দুপুরে স্থানীয় কৃষক, খুচরা-পাইকারি ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহনে কৃষি অধিকার বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও ডিউ’র প্রোগ্রাম কোর্ডিনেটর বিদ্যুত কুমার পালের সঞ্চালনায় সেমিনারের আলোচনা সভায় বক্তব্য রাখেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোলাম রব্বানী, জেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি গোলাম হোসেন, উপজেলা শাখার সভাপতি দুলাল বেপারী, সাংবাদিক শামীম খান, ডিউ’র প্রোগ্রাম অফিসার আশরাফুল আলম, কমিনিউটি মবিলাইজার নায়েব আলী, নারী কৃষক ফুলজানি বেগম প্রমুখ। উল্লেখ্য বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে কৃষকের সংযোগ স্থাপনের লক্ষে এ সেমিনারটি হয়েছে। #