সোমবার, ২৯ মে ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুরে কলতাপাড়া রউজ বিদ্যানিকেতন ও স্টাডি সেন্টারের উদ্যোগে বুধবার (১৮ মে) দুপুরে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। নান্দাইল কলেজের প্রাক্তন প্রভাষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মোয়াজ্জেম হোসেন সেলিমের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারি অধ্যাপক ও ইউপি চেয়ারম্যান মফিজুন নূর খোকা, কলতাপাড়া মোজাফফর আলী ফকির স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সাঈদ আহাম্মেদ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, চান্দের সাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ ভৌমিক, রউজ বিদ্যানিকেতনের ও স্টাডি সেন্টারের পরিচালক একেএম আবদুল্লাহ, প্রধান শিক্ষক সুজন মজুমদার, হাফেজ আজিজুল হক, অভিভাবক এসএম দুলাল প্রমুখ। আলোচনা শেষে রউজ বিদ্যানিকেতন ও স্টাডি সেন্টারে অধ্যয়নরত ২০১৫ ইং শিক্ষাবর্ষে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ বৃত্তিপ্রাপ্ত ২১ জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১১ ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।