সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামপোলাপুর ইউনিয়নে বিল নার্সারী প্রকল্পের আওতায় কুটিয়াকুড়ি বিলে রবিবার (২৮ আগস্ট) বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জান্নাত-এ-হুর, নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রহুল আমনি, গৌরীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান, যুব উন্নয়ন অফিসার লায়লা আক্তার, মহিলা বিষয়ক অফিসার শারমিন শাহাজাদী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, আ’লীগ নেতা রিপন মিয়া, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান শুভ্র প্রমুখ। ওই দিন এই বিলে প্রায় ৬৬৭ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।