সোমবার, ২৯ মে ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

গৌরীপুরে কালি মন্দিরে চুরি ও শিব লিঙ্গ তুলে নেয়ার চেষ্টা

kali-28-11গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে গোলকপুরে শত বছরের পুরোনো কালি মাতার মন্দিরে রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটিয়েছে। এসময় পার্শ্ববর্তী শিব মন্দিরের শিব লিঙ্গ তুলে নেয়ার চেষ্টা করা হয়। এব্যপারে ঘটনার পরদিন মন্দিরের সেবায়েত দীপু পদ পাল গৌরীপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন। দীপু পদ পাল জানায় ঘটনার দিন রাতে মন্দিরে দরজার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে কালি মাতা মন্দিরে বিভিন্ন সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায় এবং এই মন্দির সংলগ্ন শিব মন্দিরে শিব লিঙ্গ তুলে নেয়ার চেষ্টা করে। এসময় দুর্বৃত্তরা কালি মাতার স্বর্নের গহনা, মন্দিরে ব্যবহৃত সোলার ব্যাটারি, পূজার আসবাবপত্র, সরঞ্জামাদী ও ভক্তদের দান-দাক্ষিণ্যের নগদ টাকা নিয়ে যায়। তিনি বলেন এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। #

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman