গৌরীপুরে কলেজ ছাত্রীকে অপহরনের ৫ দিন পর উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০১৬, ৪:৩৬ AM / ৮৫
গৌরীপুরে কলেজ ছাত্রীকে অপহরনের ৫ দিন পর উদ্ধার

images

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে অপহৃতা এক কলেজ ছাত্রীকে অপহরনের ৫ দিন পর রবিবার (৬ নভেম্বর) উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। জানা গেছে এ উপজেলার সাতপাই গ্রামের আঃ রহমানের মেয়ে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে তার বোন জামাইয়ের বাড়ী চরপাইস্কা গ্রাম থেকে ৩১ অক্টোবর অপহরন করা হয়। এ ঘটনার পর দিন অপহৃতার বোন জামাই আহাম্মদ আলী বাদী হয়ে সাতপাই গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোজাজ্জল হোসেন (২০) সহ ৭ জনের নামে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-০১, তারিখ-০১/১১/১৬ ইং। ঘটনার ৫দিন পর রবিবার সকাল ৯টার দিকে গৌরীপুর পৌর শহেরর মধ্য বাজার এলাকায় সাদিয়া প্লাজার সামনে থেকে ওই অপহৃতা মেয়েকে উদ্ধার করে গৌরীপুর থানার এস আই দেলোয়ার আহাম্মদ। এসময় অপহরনের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গৌরীপুর থানার এস আই দেলোয়ার আহাম্মদ জানান উদ্ধারের দিন সকালে অপহরনের সাথে জড়িতরা ওই অপহৃতা মেয়েকে উল্লেখিত স্থানে কৌশলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বয়স নির্ধারন, মেডিকেল চেকআপ, জবানবন্দির জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করে।