রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১১ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আকন্দকে (৩৫) পিঠিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে আহত অবস্থায় গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে উল্লেখিত বিদ্যালয়ের পরিচালনা কমিটি নেই দীর্ঘদিন ধরে। এডহক কমিটির মাধ্যমে স্কুলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ঘটনার দিন অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের জন্য প্রধান শিক্ষককে চাপ প্রয়োগ করে হাসনপুর গ্রামের আব্দুর রশিদ মাষ্টারের ছেলে মিলন (৩৭)। এ নিয়ে কথাকাটির একপর্যায়ে মিলন ও তার সহযোগিরা বাঁশ দিয়ে পিঠিয়ে মারাত্নক আহত করে প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে। অত্র বিদ্যালয়ের আহত প্রধান শিক্ষক জানান, তিনি প্রশিক্ষন থেকে ফিরে স্কুলে যোগদানের পর থেকেই মিলন তার বড় ভাই খোকনুর রশিদকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করা হয়। ঘটনারদিন তার অন্যায় প্রস্তাবে রাজি না হওয়ায় আমার উপর সন্ত্রাসী হামলা চালায়। এদিকে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। গৌরীপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জহির উদ্দিন জানান, উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।