সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে শূন্য আসনে ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে ৩১ অক্টোবর।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) মনোনয়ন দাখিলে শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবরে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন উল্লেখিত ওয়ার্ডের গড়পাড়ার মোঃ চুন্নু মিয়া, অষ্টগড় গ্রামের সাবেক ওয়ার্ড মেম্বার মরহুম হুমায়ূন কবিরের স্ত্রী মোছাঃ তাছলিমা, মোঃ হেলাল উদ্দিন। উল্লেখ্য ওয়ার্ড মেম্বার হুমায়ূন কবিরের মৃত্যুতে উক্ত আসনটি শূন্য হয়। উপজেলা নির্বাচন অফিসার একেএম মোছা জানান উল্লেখিত শূন্য আসনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ অক্টোবর এবং ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে ৩১ অক্টোবর।