গৌরীপুরে এমপি প্রার্থী অণু’র পক্ষে বিশাল শোডাউন


প্রকাশের সময় : জুন ১১, ২০১৬, ১০:২৭ AM / ২৩৯
গৌরীপুরে এমপি প্রার্থী অণু’র পক্ষে বিশাল শোডাউন

McUPPPমশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপ নির্বাচনে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শরীফ হাসান অণু’র পক্ষে স্থানীয় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা শনিবার (১১ জুুন) বিকেলে উপজেলার পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নে বিশাল মটর সাইকেল শোডাউন করেছে। শোডাউনটি পৌর শহর থেকে শুরু হয়ে উপজেলার শ্যামগঞ্জ, শাহগঞ্জ, অচিন্তপুুর, ভূটিয়ারকোনা, পাছারবাজার, কলতাপাড়া, ডৌহাখলা বাজার প্রদক্ষিন করে। গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন ও আ’লীগ নেতা নূর আলীর নেতৃত্বে শরীফ হাসান অণুর সমর্থক স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতা-কর্মী উক্ত মটর সাইকেল শোডাউনে অংশ গ্রহন করে।

সম্পাদনায়- আব্দুস ছাত্তার

স্থানীয় সময় ১৬২৭, ১১জুন-২০১৬