সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

গৌরীপুরে উপ-নির্বাচনে এমপি পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী দু’ডজন

up nirbachan-15মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) :
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী গৌরীপুর উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এম,পি’র মৃত্যুর পর ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনটি শূন্য হয়েছে। গৌরীপুর উপজেলায় জাতীয় সংসদের উপ নির্বাচনে এমপি পদে দলীয় মনোনয়ন পেতে বর্তমানে শোকের ছায়ার মাঝেই চলছে আওয়ামীলীগের দু’ডজন সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপ। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফ হাসান অনু, মুর্শেদুজ্জামান সেলিম, সামিউল আলম লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মেদ খান পাঠান সেলভী, সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ বাকসুর সাবেক ভি,পি একেএম আবদুর রফিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক নাজনীন আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ মতিউর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আবু কাউছার চৌধুরী রন্টি, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক এলাকায় ব্যাপক গনসংযোগ, প্রচার প্রচারনার পাশাপাশি দলীয় মনোনয়নের জন্য স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবের অনুসারী স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের দাবি আসন্ন উপ নির্বাচনে উনার পরিবারের সদস্যদের মাঝে কাউকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হোক। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে অন্যান্যরা হলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডাঃ এম.এ আজিজ, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, সাবেক ছাত্রলীগ নেতা ফাইজুল হক শেখর, প্রয়াত আওয়ামলীগ নেতা শিল্পপতি এম এ হান্নানের ছোট ভাই শিল্পপতি এমএ মামুন প্রমুখ।
সম্পাদনায়- আব্দুস ছাত্তার, ১৬মে, ২০১৬

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman