সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর উপজেলা পরিষদে বুধবার (১ জুন) গভীর রাতে ৫টি অফিসের ১১টি কক্ষের তালা ভেঙ্গে আলমিরা ও ফাইল কেবিনেটের কাগজপত্রাদি তছনছ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, যুব উন্নয়ন অফিসের ৩টি রুমের তালা ভেঙ্গে আলমিরা ও ফাইল কেবিনেট তছনছ করা হয়েছে। এসময় অন্য কোন জিনিসপত্র না নিয়ে শুধু নগদ মাত্র ১৮ শ টাকা চোরে নিয়ে যায়। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ২টি রুম, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসারের ১টি রুম, নির্বাচন অফিসে নিচতলায় ষ্টোর রুম সহ দুটি কক্ষ, জনস্বাস্থ্য অধিদপ্তরের ৩টি রুমের তালা ভেঙ্গে চোর ভেতরে প্রবেশ করে আলমিরা ও ফাইল কেবিনেটের কাগজপত্রাদি তছনছ করলেও অন্যান্য কোন জিনিসপত্র নেয়নি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, গৌরীপুর উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারনে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘটনার সময় শুধু মাত্র নির্বাচন অফিস ছাড়া আর কোন অফিসে নাইটগার্ড ছিলনা। উপজেলা নির্বাচন অফিসার একেএম মূসা জানান, ঘটনার সময় তার অফিসের নাইট গার্ড দুতলায় ঘুমাচ্ছিল তাই নিচতলায় তালা ভাঙ্গার শব্দ সে শুনতে পায়নি।