গৌরীপুরে উদ্যান কর্মকর্তা শুসেন সরকারের পরলোকগমন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০১৬, ৮:২১ AM / ১১২
গৌরীপুরে উদ্যান কর্মকর্তা শুসেন সরকারের পরলোকগমন

ZKevywমশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মধ্যমতরফের বাসিন্দা উপ-সহকারী উদ্যান কর্মকর্তা শুসেন সরকার (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৩১ আগষ্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরলোকগমন করেছেন। মুত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাতে গৌরীপুর পৌর শ্বশানে তার অত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। উদ্যান কর্মকর্তার অকাল মৃত্যুতে গৌরীপুর পৌর সভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান,উদ্যান কর্মকর্তা রাকিব আল রানা, জেলা ডিকেআইবির সভাপতি এফ এম সিদ্দিকুর রহমান, গৌরীপুর ডিকেআইবির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।