মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
গৌরীপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার ৪র্থ সম্মেলন শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় পাবলিক হলে সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে আবুল ফজল মোঃ আজাদ হীরা ও সাধারন সম্পাদক পদে ওবায়দুর রহমান পুনরায় নির্বাচিত হন। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা সংসদের সহ সভাপতি সারোয়ার কামাল রবিন। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আবুল ফজল মোঃ আজাদ হীরার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনের ১ম অধিবেশনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক হারুন আল বারী, উদীচীর জেলা শাখার সদস্য সাঈদ হাসান মিথুন, সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তনের পরিচালক আব্দুল মালেক সরকার প্রমুখ। পরে ২য় অধিবেশন শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।#