রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রতিনিধি : উপজেলার রেলওয়ে জংশনে শুক্রবার (৩ জুন) বিকেল ৩টায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ইমতিয়াজউল মিজানুর রহমান ওরফে রূহান (২৪) নামে এক যুবককে ৪শ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত যুবকের বাড়ি কক্সবাজার উপজেলার কলাতলী এলাকায়। তার পিতার নাম মোঃ রফিক উদ্দিন। গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন জানান, চট্রগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনে আসার পর ট্রেনে তল্লাসী চালিয়ে ওই যুবকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই দিনই ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ও,সি মোঃ আব্দুল আহাদ খানের নিকট ইয়াবা সহ আটককৃত যুবককে হস্তান্তর করা হয়েছে।