রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুরে বাড়ইপাড়া গ্রামে হিন্দু থেকে মুসলমান হওয়া মোক্তারম ওয়াসিক বিল্লাহ’র কটাক্ষমূলক বক্তব্যে স্থানীয় হিন্দু সমাজের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে উল্লেখিত গ্রামে বাড়ইপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে রবিবার (২৭ নভেম্বর) রাতে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বিশেষ আকর্ষণ হিসেবে ওয়াজ করেন হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহনকারী ময়মনসিংহের মারকাজুল উলুম মাদ্রাসার বিএসসি (অনার্স) মনোবিজ্ঞানের ছাত্র মোক্তারম ওয়াসিক বিল্লাহ। সম্মেলনে তিনি প্রায় দেড় ঘন্টা বক্তব্য রাখেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন ওই বক্তা কুরআন হাদিসের আলোকে ধর্মীয় আলোচনার চেয়ে হিন্দু ধর্মালম্বীদের নিয়েই বেশী সমালোচনা করেন। তার এই উস্কানীমূলক বক্তব্যে স্থানীয় মুসলমান ও হিন্দু সমাজের মাঝে সাম্প্রদায়িকতার সৃষ্টি হতে পারে। এনিয়ে স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। #