গৌরীপুর প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মিয়াকে জিঙ্গাসাবাদের জন্য থানায় এনে হয়রানী করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে গৌরীপুর থানার পুলিশের বিরুদ্ধে। জানা গেছে উল্লেখিত ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে মৃত আব্দুস সাত্তারের স্ত্রী হালিমা খাতুনের বাড়ীতে জুয়ার আসরের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে আবুল মিয়াকে জিঙ্গাসাবাদের জন্য সোমবার (২২ আগস্ট) দুপুরে এলাকা থেকে এস আই মিজানুর রহমান থানায় নিয়ে আসেন। পরে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ওই দিন রাতেই থানা থেকে ছেড়ে দেয়া হয়। পুলিশের এরকম আচরনে মান সম্মানের হানি হয়েছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন ইউপি সদস্য আবুল মিয়া। তিনি বলেন রবিবার দিন (২১ আগস্ট) ইউনিয়ন পরিষদের একজন চৌকিদারকে সঙ্গে নিয়ে হালিমার বাড়িতে গিয়েছিলেন জুয়ার আসর বন্ধ করার জন্য। এখন উল্টো আমার বিরুদ্ধেই অভিযোগ। হালিমা খাতুন জানান পাশ্ববর্তী নেত্রকোনা সদর থানার বেশ কয়েকজন ব্যক্তি আমার বাড়িতে জোরপূর্বক জুয়া খেলার আসর বসিয়েছিল। ইউপি মেম্বার আবুল মিয়া আমার বাড়িতে গিয়েছিল জুয়ার আসর বন্ধ করার জন্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আবুল মিয়ার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ করিনি। গৌরীপুর থানার এস আই মিজানুর রহমান বলেন মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আবুল মিয়াকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুনির্দিষ্ট প্রমান না থাকায় ওই দিন রাতেই তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। #
আপনার মতামত লিখুন :