গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগনেতা শহিদুল ইসলাম অন্তরকে (৩৫) গভীর রাতে কুপিয়ে মারাতœক জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার সময় কালীপুর মধ্যম তরফ এলাকায় অতর্কিতে তার উপর উক্ত হামলা চালায় সন্ত্রাসীরা। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গৌরীপুর থানার পুলিশ ওইদিন রাত ২টার সময় হামলার সাথে জড়িত মদ্যপায়ী অবস্থায় জসিম উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় লোকজন জানায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত ছাবির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন একজন মাদকাসাক্ত ব্যক্তি। মঙ্গলবার বিকেলে অচিন্তপুর ইউনিয়নের গাগলার মোড়ে রাস্তায় সে বীজধান পরিবহনকারী একটি হান্ডট্রলি আটক করে জনৈক ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত জনগন তাকে গনপিঠুনি দেয়। এই ঘটনার জের ধরে ওইদিনই গভীর রাতে গৌরীপুর শহরে কালীপুর মধ্যম এলাকায় নিজ বাসার সামনে অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরকে কুপিয়ে মারাতœক জখম করে জসিম উদ্দিন ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ওইদিন রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গৌরীপুর থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানান থানা অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ উক্ত সন্ত্রাসী হামলার মূল নায়ক জসিম উদ্দিনকে রামদা সহ কালীপুর কচিকাচা এলাকায় নিজ বাসাকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে। এসময় সে পুলিশের উপর আক্রমনের চেষ্টা চালিয়েছিল। এদিকে শহিদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে অচিন্তপুর ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা শাহগঞ্জ বাজারে বুধবার দুপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। #
আপনার মতামত লিখুন :