মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রাম থেকে ৭ বছর পূর্বে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী যুবক আহাম্মদ হোসেন (২২) কে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উকিলপাড়া থেকে ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। জানা গেছে উল্লেখিত নহাটা গ্রামের মৃত মোতালিব মিয়ার পুত্র আহাম্মদ পার্শ্ববর্তী বীর আহাম্মদপুর গ্রামে পূজা মন্ডপ দেখতে গিয়ে ৭ বছর পূর্বে হারিয়ে গিয়েছিল। এরপর তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি তাকে পায়নি। সম্প্রতি বুদ্ধি প্রতিবন্ধী আহাম্মদের পরিবার জানতে পারে সে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উকিলপাড়া এলাকায় কুলসুম নামে এক মহিলার বাড়ীতে থেকে ভিক্ষাবৃত্তি করছে। ওই মহিলা এলাকায় নিজের সন্তান পরিচয় দিয়ে তাকে দিয়ে ভিক্ষাবৃত্তির ব্যবসা করাচ্ছিল। তাই হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার জন্য আহাম্মদের মা হামিদা খাতুন মাওহা ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তীতে গত ১ অক্টোবর ইউপি চেয়ারম্যান সুনামগঞ্জে উল্লেখিত এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গদের সহযোগিতায় কুলসুম নামে এক মহিলার বাড়ি থেকে ওই যুবককে উদ্ধার করেন। ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন জানান, কুলসুমের বাড়ী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নছিবপুর গ্রামে। তার প্রাক্তন স্বামীর নাম আব্দুল খালেক। বর্তমানে ওই মহিলা ধর্মপাশার উকিলপাড়ায় ৪র্থ স্বামীর বাড়ীতে বসবাস করছে। কুলসুম ৭ বছরপূর্বে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে নিজাম উদ্দিন আউলিয়ার মাজার এলাকায় চুরি বিক্রি করতে এসেছিল। সে সময় ওই স্থান থেকে আহাম্মদকে প্রলোভনের মাধ্যমে ধর্মপাশায় নিয়ে যায়। পরে ওই বুদ্ধি প্রতিবন্ধী যুবকের হাত পা ভেঙ্গে দিয়ে নিজ সন্তান পরিচয়ে তাকে ভিক্ষাবৃত্তির পেশায় নিয়োজিত করেছিল। তাকে প্রায় বাকরুদ্ধ অবস্থায় উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :