বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ সোমবার (১৩ জুন) রাতে অভিযান চালিয়ে উপজেলার সহনাটী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহম্মেদকে নিজ বাড়ী থেকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা আরো ৭ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আখতার মুর্শেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার দিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত সহনাটী ইউনিয়নের সোনাকান্দি গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহম্মেদের বাড়ীতে অভিযান চালায়। এ সময় চেয়ারম্যানের কাছে রক্ষিত ৫৭৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকা সোনাকান্দি গ্রামের মোঃ মিলন (২০), কেন্দুয়া উপজেলার ডল্লি গ্রামের মৃত সোরাব আলীর ছেলে আহসানুল ইসলাম (৪২), একই উপজেলার ভোগিয়া গ্রামের জালাল ভুইয়ার ছেলে সাহাবুদ্দিন (২৭), ইদ্রিস ভুইয়ার ছেলে সৌরভ ওরফে রব ভুইয়া (২৬), নেত্রকোনা জেলার মনাং গ্রামের মৃত সহজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান টিপু (৪০) ও সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী হোসনেআরা বেগমকে গ্রেফতার করে। এ ব্যপারে গৌরীপুর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৫ তারিখ ১৩ /০৬/১৬।