বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার : প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর উদ্যোগে জেলার গৌরীপুরে আশা’র আঞ্চলিক কার্যালয়ে বৃহষ্পতিবার (২৮জুলাই) স্থানীয় শিক্ষা সেবিকাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে আশা’র গৌরীপুর অঞ্চলের ১৫টি শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকাগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ গ্রহন করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র জেলা ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক (গৌরীপুর অঞ্চল) ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোঃ সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, লামাপাড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত আশার শিক্ষা কর্মসূচির ফিল্ড অফিসার শ্যামল চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার একেএম নুরুল আমিন, মোঃ মোজ্জাম্মেল হক, এ.এস.ই. মোঃ মতিউর রহমান, সহকারী ব্রাঞ্চম্যানেজার মোঃ হুমায়ূন কবীর ও শিক্ষা সুপারভাইজার মোঃ আব্দুল্লাহ।
আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর উদ্দেশ্য সম্পর্কে সিনিয়র জেলা ম্যানেজার মোঃ নজরুল ইসলাম বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থী ড্রপ আউট বা ঝড়ে পড়ার হার রোধ, দরিদ্র ও নি¤œবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করণ, প্রাক-প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার ভূমিকা প্রসার ঘটানো । উপরোক্ত উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই আশার নিজস্ব অর্থায়নে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ এই কার্যক্রম চলছে। উল্লেখ, আশা’র এ অঞ্চলে ১৫টি শিক্ষা কেন্দ্র ৪৫০জন শিক্ষার্থী নিয়মিত পাঠদান করছে। এছাড়াও সারাদেশে ৭০১টি শিক্ষা কেন্দ্রে অনুরুপ কর্মসূচি চলছে।