মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অবস্থিত সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু চত্বরের মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন, মরহুমের পরিবাবের সদস্য ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের বক্তব্যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। জানা গেছে মরহুম ক্যাপ্টেন (অবঃ) মুজিবের সহধর্মিনী ডাঃ নাসিমা আনোয়ার স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সমঝোতা করেই বঙ্গবন্ধু চত্বরের আসবাবপত্র, সি.সি ক্যামেরা, ফ্যান, এসি সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যান। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে উনাকে কোন প্রকার চাপ প্রয়োগ করা হয়নি। বঙ্গবন্ধু চত্বরের মালামাল নেয়ার জন্য ডাঃ নাসিমা আনোয়ার ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবরে গত ১৯ জুলাই স্বপ্রনোদিত হয়ে আবেদন করেছিলেন। পরে ১৪ আগস্ট তিনি মালামাল নিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু চত্বরের কার্যালয় হিসেবে ব্যবহৃত অরক্ষিত সরকারি ঘরটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেয়া হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম জানান স্থানীয় বঙ্গবন্ধু চত্বরের ট্রাক ভর্তি আংশিক মালামাল ডাঃ নাসিমা আনোয়ার নিজেই গৌরীপুর থানায় পুলিশ হেফাজতে রেখে যান। গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ’লীগ নেত্রী রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল বঙ্গবন্ধু চত্বরের মালামাল নেয়ার বিষয়ে আ’লীগ নেতৃবৃন্দের সাথে ডাঃ নাসিমা আনোয়ারের সমঝোতার ব্যাপারে মুঠো ফোনে সত্যতা স্বীকার করেন। উপজেলার আ’লীগের সাধারন সম্পাদক বিধূ ভুষন দাস জানান ঘটনারদিন বঙ্গবন্ধু চত্বরের মালামাল নেয়ার সময় আমি শুধু সিজার লিষ্টে স্বাক্ষর করেছি। ওই মালামালগুলো নিয়ে যাওয়া ঠিক হয়নি। এদিকে মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবের ভাতিজা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু জানান, বঙ্গবন্ধু চত্বরের মালামাল ফেরত নেয়ার ব্যাপারে আমার চাচীর ( ডাঃ নাসিমা আনোয়ার) তেমন আগ্রহ ছিল না। প্রশাসনের চাপেই এগুলো সরিয়ে নেয়া হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার জানান, এক্ষেত্রে প্রশাসন থেকে কোন চাপ ছিলনা না। ডাঃ নাসিমা আনোয়ার স্বপ্রনোদিত হয়ে মালামাল ফেরত নিয়েছেন। এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আগেরদিন বঙ্গবন্ধু চত্বরের মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় আ’লীগের তৃনমূলের নেতা-কর্মীদের মাঝে বর্তমানে চরম ক্ষোভ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :