সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডৌহাখলা ইউনিয়নে রস্ক কর্তৃক পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উপবৃত্তির টাকা বিতরন করা হয়। ওই দিন উল্লেখিত ইউনিয়নের ১৪টি স্কুলের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডৌহাখলা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন, সোনালী ব্যাংক গৌরীপুর শাখার কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, আনন্দ স্কুলের ট্রেনিং কো-অর্ডিনেটর (টি.সি) মোঃ আলাউদ্দিন সহ স্কুলের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। আনন্দ স্কুলের টি,সি আলাউদ্দিন জানান উপজেলার সকল আনন্দ স্কুলের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা পর্যায়ক্রমে বিতরন করা হবে।