গৌরীপুরে আনন্দ স্কুলের শিক্ষকদের নিয়ে কর্মশালা


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০১৬, ১২:৪২ PM / ১৬৮
গৌরীপুরে আনন্দ স্কুলের শিক্ষকদের নিয়ে কর্মশালা

anando-03-11মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাবলিক হলে আনন্দ স্কুলের শিক্ষকদের অংশ গ্রহনে জনসচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রিচিং আউন্ট অব চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের অতিরিক্ত পরিচালক ড. এম মিজানুর রহমান, সহকারি পরিচালক নূরুজ্জামান মল্লিক, জেসমিন তাসলিমা বানু, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, আনন্দ স্কুলের টিচার্স ট্রেনিং কো-অর্ডিনেটর আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গৌরীপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান।