বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১৭ মে) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন গৌরীপুর থানা অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী, গৌরীপুর সরকারি কলেজের অধ্যাপক হারুন অর রশিদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান প্রমুখ। চলতি মাসের আইন শৃংখলা কমিটির সভায় স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে ইভটিজিং প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।