বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বন্ধ অ্যাম্বুলেন্স সেবা চালু করার দাবিতে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন সৌহার্দ্য’র উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় বেলা পৌর শহরের উত্তরবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী মর্জিনা আক্তারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করা হয়। সংগঠনের সমন্বয়কারী শফিকুল ইসলাম অপুর সভাপতিত্বে ও রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, রিপোটার্স কাবের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, সাংবাদিক মহসীন মাহমুদ, ব্যবসায়ী সাইদুর রহমান লিটু, বাংলালিংক কাস্টমার ম্যানেজার শাহীন রহমান, মুরাদুজ্জামান মুরাদ, জহির আলম, জহিরুল ইসলাম রমজান, আশিকুর রহমান খান রাফাত, সুমন হালদার, হারুন খান, জাকির হোসাইন প্রমুখ।