গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুুর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) শিক্ষাবিদ লেখক অধ্যাপক যতীন সরকারের ৮১ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি লেখক রণজিৎ কর। পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কবি সেলিম আল রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাতুর এ-হুর, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, মহিল্লা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক উপজেলা স্বজন সমাবেশের সভাপতি আহসানুল হক, শরীর চর্চা শিক্ষিকা নাদিরা জামান পান্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আর বারী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মজিবুর রহমান ফকির, সাংস্কৃতিক কর্মী গোপা দাস, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, মোঃ আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর সরকারী কলেজে ভার্রপ্রাপ্ত সভাপতি রবিন আর্চায্য, স্বজন আলিমেল হাকিম মুন্সী শাকিব, এম এস আরিফ, হাবিবুর রহমান হাসান, নুরুজ্জামান সজিব, চাইনা রাণী প্রমুখ।
আপনার মতামত লিখুন :