সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

গৌরীপুরে অটো রাইস মিলে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট, আহত-৩

hasina-otu-riceগৌরীপুর প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চান্দের সাটিয়া গ্রামে শুক্রবার ( ২৩ সেপ্টেম্বর) মধ্য রাতে মেসার্স হাছিনা অটো রাইস মিলে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। উক্ত হামলায় এ উপজেলার চুড়ালী গ্রামের মিল মালিক মাঈনুল ইসলাম শাহিন (৪০), চাল ব্যবসায়ী আনোয়ার (৩৫) ও লামাপাড়া গ্রামের হুমায়ূন (৩০) গুরুতর জখম হয়েছে। আহত হুমায়ূনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরীপুর থানার পুলিশ পরদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিলের মালিক মাঈনুল ইসলাম শাহিন জানান চান্দের সাটিয়া গ্রামের মৃত নবী হোসেনের পুত্র আব্দুস সাত্তার ওরফে হঠাৎ মুন্সি (৬০) গংরা পূর্ব শত্রুতার জেরে তার কাছে সম্প্রতি চাঁদা দাবি করে আসছিল। ঘটনারদিন রাত পৌনে ১০টার সময় তারা ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মিলে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লটপাট করে। এসময় তাকে সহ চাল ব্যবসায়ী হুমায়ূনকে কুপিয়ে নগদ ১৫ লক্ষ টাকা জোরপূর্বক নিয়ে যায়। পরবর্তীতে রাত ১১টার সময় প্রতিপক্ষের প্রায় ২ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ২য় দফায় মিলে ও মিল মালিকের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। গৌরীপুর থানার এস আই হারুন অর রশিদ জানান উক্ত হামলা ও ভাংচুরের ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় মামলা দায়ের হয়নি। #

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman