মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর মিরিকপুর গ্রামে মেসার্স চৌধুরী অটো রাইস মিলের ছাঁই, তুষ ও মেশিনের বিকট শব্দে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। মিলের উড়ন্ত ছাঁই, তুষ ও কুড়ায় মিলের আশপাশের লোকজন বাড়ী ঘরে বসবাস করা মারাত্নক সমস্যার সম্মুখিন হচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে জমির ফসল। তাছাড়া দিনরাত ২৪ ঘন্টা অটো মেশিনের বিকট শব্দে এলাকার শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। মানুষ রাতে ঘুমাতে পারছেনা। ভোক্তভোগী সাংবাদিক বেগ ফারুক আহাম্মেদ জানান, এলাকার মানুষের জনদুর্ভোগের ব্যাপারে ওই অটো মিল কর্তৃপক্ষকে জানানোর পরও এ বিষয়ে তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না। পরিবেশ দূষণের মাধ্যমে জনদুর্ভোগের পাশাপাশি মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। এই অবস্থায় আমাদের বাড়ী ঘর ছাড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।
মেসার্স চোধুরী অটো রাইস মিলের পরিচালক আঞ্জুমান আরা বেগম জানান মিলের ছাঁইয়ের হাউজ ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকদিন ধরে উক্ত সমস্যার সৃষ্টি হয়েছে। খুব দ্রুত এই হাউজ মেরামত করা হবে।
আপনার মতামত লিখুন :