বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর সোমবার (১ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করেন। এ উপলক্ষে অচিন্তপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বাবু বিধু ভুষদ দাস, সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেযারম্যান রমিজ উদ্দিন স্বপন, আব্দুল মুন্নাফ,শ্রম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মেদ খান সেলভী, ইউপি চেযারম্যান আব্দুল মান্নান, সাবেক ইউপি চেযারম্যান নূর মোহাম্মদ কালন, সাংবাদিক খায়রুল বাসার প্রমুখ।