রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার ,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে হাত-পা ও মস্তক বিহীন অগ্নিদগ্ধ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার রামগোপালপুর-গৌরীপুর সড়কে বীর পশ্চিমপাড়া এলাকায় বলেশ্বর বিলের ব্রীজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানায়, ঘটনার দিন ভোরে উল্লেখিত স্থানে ট্রাকে ব্যবহৃত চটে মোড়ানো অবস্থায় উক্ত নারীর লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে গৌরীপুর থানার এস আই জাহাঙ্গীর হোসেন ও বদিয়ার রহমান লাশটি উদ্ধার করে। পুলিশ জানায় উদ্ধারকৃত অগ্নিদগ্ধ অজ্ঞাত নারীর লাশটির মাথা ও হাত-পায়ের অস্থিত্ব খুঁজে পাওয়া যায়নি। লাশটির সাথে আলামত হিসেবে পুড়ানোর সময় ব্যবহৃত জিআই তার পাওয়া যায়। লাশটিকে মাংসের কাবাবের মতো এমনভাবে পুড়ানো হয়েছে প্রাথমিকভাবে অজ্ঞাত নারীর বয়স নির্ধারন ও চেনার কোন উপায় ছিলনা। তাদের ধারনা দুবৃত্তরা ওই নারীকে হত্যা করার পর কোন ইটখলায় আগুনে পুড়িয়ে গভীর রাতে উল্লেখিত স্থানে ফেলে রেখে যায়। ময়না তদন্তের জন্য লাশটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।