বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে উত্তর বাজারে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টার সময় মোঃ বিল্লাল হোসেনের কাপড়ের দোকান অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে। এতে ওই দোকানীর ঘর সহ সম্পূর্ন মালামাল আগুনে পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান রাত সাড়ে ১১টার সময় বিল্লাল হোসেনের দোকানে আগুন জ্বলতে দেখেন। ওই দোকানের ভেতর তুলা, শাড়ি, লুঙ্গি সহ বিভিন্ন প্রকারের কাপড় থাকায় মুহূর্তেই আগুনের লেলীহান শিখা ভয়াভয় রূপ ধারন করে। পরে স্থানীয় লোকজন ও পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার ও গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দোকান মালিক বিল্লাল হোসেন বলেন কিভাবে আগুনের সূত্রপাত ঘটে এ বিষয়ে তিনি কোন কিছু জানেন না। তার ধারনা কেউ শত্রুতা মূলকভাবে এ আগুন লাগিয়েছে। বিল্লাল হোসেন জানান তার দোকান থেকে বিভিন্ন থান কাপড়, শাড়ি , লুঙ্গি, লেপ তোষক বালিশ তৈরীর তুলা ও কাপড় পাইকারি বিক্রি করা হতো। অগ্নিকান্ডে তার দোকানের সম্পূর্ন মালমাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।