গৌরিপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০১৬, ৩:১৫ PM / ৫১
গৌরিপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান

gouropur pic 15গৌরীপুর থেকে মশিউর রহমান কাউসার :
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সজাগ থেকে প্রতিটি এলাকায় কমিটি গঠনের মাধ্যমে জঙ্গীবাদের মোকাবেলা করতে হবে। ময়মনসিংহ-৩ আসনে উপ নির্বাচনে আ’লীগের মনোনীত এমপি প্রার্থীর পক্ষে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা গুলো বলেছেন। তিনি এসময় বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ১৮ জুলাই উপ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বীরমুক্তিযোদ্ধা নামিজ উদ্দিন আহামেদকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। শুক্রবার (১৫ জুলাই বিকেলে শহরের কালীখলায় উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় আ’লীগ নেতা মুর্শেদুজ্জামান সেলিমের সঞ্চালনায় কর্মী সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের তথ্য ও গভেষনা সম্পাদক আফজাল হোসেন, শিল্প ও বানিজ্য সম্পাদক আঃ সাত্তার,আ’লীগ কেন্দ্রীয় কমটিরি সদস্য সুজিত রায় নন্দী, স্বাচিপ’র মহাসচিব ডাঃ আঃ আজিজ, আ’লীগের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সহ সম্পাদক সামিউল আলম লিটন, শরিফ হাসান অনু, ফুলপুরের সাংসদ শরিফ আহাম্মেদ, মুক্তাগাছার সাবেক এমপি খালিদ বাবু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, জেলা আ’লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা ছাত্র লীগের সভাপতি রকিকুল ইসলাম রকিব প্রমুখ।