রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন

গুঞ্জন নয় সত্যিই হবে আমাদের প্রত্যাশা

আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, তুখোর রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার দীর্ঘদিনের সভাপতি, সুস্থ ধারার রাজনীতির প্রতিক, জাতীর জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, ডিজিটাল বাংলাদেশের অংশীদার, ফুলবাড়ীয়া উন্নয়নের রূপকার, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসন থেকে ৫ম বারের মত নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মোসলেম উদ্দিন এডভোকেট কে মন্ত্রী হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা বাস্তবে রূপ পাওয়া সময়ে দাবী।
কেননা, ফুলবাড়ীয়ার রাজনীতির অঙ্গনে তিনি উজ্জল নক্ষত্র। সারা জীবন রাজনীতির করে ফুলবাড়ীয়া আপামর জনগনের পাশ্বে রয়েছেন মিশে। কখনো তিনি ক্ষমতার দাপট দেখিয়ে কোথাও ঘুরে বেড়ান নি। সকল শ্রেণী ও পেশার মানুষের কথা শুনেছেন ধৈয্য সহকারে। সমাধানে বিন্দুমাত্র পিছপা হননি। নিজেকে কখনো পার্লামেন্টের ৫ম বার সংসদ সদস্য মনে করেন নি। তিনি সব সময় মনে করেন আমি একজন সাধারণ মানুষ আমাকে ফুলবাড়ীয়াবাসী তাদের প্রতিনিধিত্ব করার জন্য মহান সংসদে বার বার পাঠাচ্ছে। সর্বোপরি উনাকে মন্ত্রিত্ব দেয়া, এটা উনার অধিকার ও প্রাপ্তি। আপামর ফুলবাড়িয়াবাসী বিশ্বাস করে, এখন মন্ত্রি পরিষদে রদবদল হলে অথবা অন্তুর্ভুক্তি হলে সেই ঘোষণাটি ফুলবাড়ীয়াবাসীর পক্ষে আসবে এবং নতুন মন্ত্রি হবে আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাডভোকেট।

স্থানীয় সময়- ১২৪৪, ২৫মে, ২০১৬

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman