বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
তারাকান্দা : সুস্থ ধারার খেলাধুলা মানুষের মন কে সতেজ করে তোলে। বয়স ভিত্তিক খেলাধুলা আছে এগুলো আয়োজন নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলামে মনোযোগি হতে হবে। অভিভাবকদের নিজ নিজ ছেলে-মেয়েদের প্রতি নজর রাখতে হবে। আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সাথে বন্ধুত্ব করছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে। ইভটিজিং, বাল্য বিবাহ, মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, রাজনৈতিক দলের নেতাদের সচেতন থাকার পরামর্শ দেন।
শনিবার তারাকান্দা উপজেলার ঐতিহ্যবাহী ‘বাট্রা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত।