মশিউর রহমান কাউসার, গৌরীপুর : সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী সফল করার লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও ডিলারদের সাথে মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে পাবলিক হলে এক মতবিনিময় সভায় মিলিত হন ইউএনও মর্জিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারাপদ চক্রবর্তী, গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা। মতবিনিময়কালে ইউএনও মর্জিনার আক্তার বলেন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরনে কোন প্রকার অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় তিনি সরকারের উক্ত কর্মসূচী সফল করার লক্ষে সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও ডিলারদের প্রতি আহবান জানান।
আপনার মতামত লিখুন :